parbattanews

রাঙামাটির লংগদুতে বন্যহাতির আক্রমনে নিহত- ২ আহত-১

Rangamti Hati PIc-5-01-13
ফাতেমা জান্নাত মুমু:
রাঙামাটির লংগদু উপজেলার বন্যহাতির আক্রমনে দুইজন নিহত ও একজন আহতের ঘটনা ঘটেছে। নিহতদের নাম-মো. মোজাম্মেল হোসেন ও মো. নরুল হক। আহত হয়েছেন বগাচতর ইউনিয়নের প্রহরি জসিম উদ্দিন। বুধবার মধ্যরাতে লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের শিবের আগা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

লংগদু উপজেলার বগাচতর ইউপি চেয়ারম্যান আব্দুল গাফফার চৌধুরী জানান, বুধবার মধ্যরাতে লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের শিবের আগা নামক এলাকায় বন্যহাতির পাল মোজাম্মেলের বাড়ির সামনে অবস্থান নেয়। রাতে হাতীর উপস্থিতি টের পেয়ে সে ঘরে দরজা খুলে হাতি দেখে সে দৌড় দিয়ে। এ সময় বন্যহাতী পালটি তাকে আক্রমন করে। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনা স্থলে নিহত হয় মোজাম্মেল।

এদিকে মোজাম্মেলের আত্ম চিৎকারে শুরে ছুঠে আসে আশপাশের বাড়ির নুরুল। তাকেও বন্যহাতির পালটি শুর দিয়ে আছড়িয়ে মেরে ফেলে। এসময় ওই এলাকার প্রহরি জসিম উদ্দিন আহত হয়। নিহতদের মরদেহ
বগাচতর ইউনিয়ন পরিষদের অর্থ সহায়তায় দাফন করা হয়েছে বলে জানা গেছে।

Exit mobile version