parbattanews

রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু

রাঙামাটিতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত এক সপ্তাহে সংক্রমন বেড়ে নয়টি উপজেলা সদরেও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় রাঙামাটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে জেলার মাধ্যমিক স্কুল গুলোতে শিক্ষার্থীদের অনলাইন ক্লাশ শুরু হয়েছে।

বছরের প্রথম সপ্তাহে বই বিতরণ কার্যক্রম শেষ করেছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষিত হওয়ায় স্কুল কর্তৃপক্ষ ভার্চুয়াল প্লাট ফর্মে ক্লাশে পাঠদান শুরু করেছে বলে জানান রাঙামাটি লের্কাস পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।

এছাড়া রাঙামাটির বিভিন্ন স্কুলে ৪০ হাজার শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জেলা শিক্ষা বিভাগ জানিয়েছে।

Exit mobile version