রাঙামাটির ১০ ইউপিতে ভোট গ্রহণ চলছে

fec-image

সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটির ১০টি ইউনিয়নে চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচনে প্রতিদ্বন্ধীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে কোন হট্টগোলের খবর পাওয়া যায়নি।

এর আগে নির্বাচন পরিচালনার জন্য সকল প্রস্তুতি নিয়েছেন স্ব-স্ব উপজেলার নির্বাচন অফিস। নির্বাচনে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

রাঙামাটির ২টি উপজেলার (রাঙামাটি সদর, নানিয়ারচর) ১০টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৩৮জন। নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী এবং পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সমর্থিত বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন।

এছাড়া ওই ইউনিয়নগুলোতে সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯জন এবং সাধারণ পদে ২১১জন প্রতিদ্বন্ধীতা করছেন। বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন ১৭জন সদস্য প্রার্থী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন