parbattanews

রাঙামাটির ৫০০টি মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটির ৫০০টি মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জুলাই) সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

তবে করোনা এবং বৈরি আবহাওয়ার কারণে এইবার ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি।

এর আগে মসজিদ কমিটি কর্তৃপক্ষ ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি শেষ করেছিলো। মসজিদের আঙিনা পরিষ্কার-পরিছন্ন করেছিলো।

রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানানো হয়- জেলা প্রশাসনের পরামর্শক্রমে করোনা সংক্রমণ রোধে এবং বৈরি আবহাওয়ার কারণে এইবার ঈদগাহে ঈদুল আজহার জামাত বাতিল করেছে। তবে জেলার মসজিদগুলোতে যথাসময়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী বলেন, পুরো জেলায় ৫শ টি মসজিদে নিদিষ্ট সময়ে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মুসল্লিদের আসার জন্য আগে অনুরোধ জানানো হয়েছিলো

Exit mobile version