parbattanews

রাঙামাটির ৮১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রাঙামাটিতে চলতি মাসের ২০ ফেব্রুয়ারী থেকে পুরো জেলার ৮১ হাজার ৬৭৬জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (১৫ফেব্রুয়ারি) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এমন তথ্য জানান।

এ সময় সিভিল সার্জন বলেন, জেলার ৬-১১ মাস বয়সী ৯ হাজার ২৫১জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪২৫জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ১০টি উপজেলা এবং একটি পৌরসভা মিলে এক হাজার ২৭২টি কেন্দ্র থেকে এ টিকা কার্যক্রম কর্মসূচি পরিচালনা করা হবে। এতে স্বাস্থ্য বিভাগের দুই হাজার ৫৪৪জন কর্মী টিকা কার্যক্রম কর্মসূচি পরিচালনা করবেন।

সিভিল সার্জন আরও বলেন, যত দুর্গম এলাকা হউক, সেখানকার শিশুদেরও ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। সরকার সুস্থ জাতি গঠনে বদ্ধপরিকর।

এছাড়া রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক সভাপতি একেএম মকসুদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

রাঙামাটিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে সাড়ে ৮১ হাজার শিশু

Exit mobile version