parbattanews

রাঙামাটি‌তে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

তৃণমূল পর্যা‌য়ে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা সদরে মাসব্যাপী অনূর্ধ্ব ১৫ বয়সি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টে‌ডিয়া‌মে প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, রাঙামা‌টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জা‌বেদ কায়সার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভালো খেলোয়াড় হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। শুধু ভালো খেলোয়াড় হ‌লে চল‌বে না, ভালো মনের মানুষও হতে হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একজন ভালো খেলোয়াড় দেশ ও জাতির সুনাম বৃদ্ধিতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে।

সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্না‌নের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাস‌রিন ইসলাম, জাতীয় ফুটবল দ‌লের সা‌বেক খে‌লোয়াড় কিংশুক চাকমা, না‌নিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশ, সদর উপ‌জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপ‌তি ও ফুটবল প্রশিক্ষক আব্দুল মঈন, সদস্য মো. নজরুল ইসলাম, ফুটবল প্রশিক্ষক মোঃ হা‌নিফ প্রমুখ। সঞ্চালনা ক‌রেন সদর উপ‌জেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক মো. হাসান উদ্দিন।

মাসব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয় ও একা‌ডেমির ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

Exit mobile version