parbattanews

রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের হানা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৮এপ্রিল) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব প্রদান করেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাঙামাটির উপ-পরিচালক নাছির উদ্দিন আহম্মদ ও সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। এ সময় দুদকের অন্যান্য কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

অভিযানে দুদক কর্মকর্তারা অফিসের বিভিন্ন কক্ষে গিয়ে পাসপোর্ট করতে আসা ব্যক্তিদের সাথে কথা বলে বিভিন্ন অভিযোগ শোনেন। এসময় ভিকটিমরা পাসপোর্ট বানাতে অতিরিক্ত ফি আদায় এবং টাকা না দিলে হয়রানির শিকারও হন বলে অভিযোগ করেন।

দুদক কর্মকর্তারা পরে অভিযুক্তদের প্রাথমিকভাবে মুচলেকা নিয়ে প্রথমবারেরর মতো ছেড়ে দেন এবং ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে কোনও অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ব্যবস্থার হুঁশিয়ারি দেন।

দুদকের রাঙামাটির সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘অনেকদিন যাবত পাসপোর্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ পেয়ে আসছি। তাই এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করি।

Exit mobile version