parbattanews

রাঙামাটি আসনে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনে অংশ নেয়া তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারকে নৌকা, তৃণমুল বিএনপির প্রার্থী মিজানুর রহমানকে সোনালি আঁশ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে’কে ছড়ি প্রতীক বরাদ্দ দেয়া হয়।

পরে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণা চালানোর নির্দেশনা প্রদান করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version