‘রাঙামাটি এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে’

fec-image

রাঙামাটি জেলার সকল বিভাগ যদি এক থাকে তাহলে কাজের গতি বাড়বে। কাজের গতি বাড়লে রাঙামাটি এগিয়ে যাবে। রাঙামাটি এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পরিষদের উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান আক্ষেপের সাথে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সভায় সময় নিয়ে আসবেন। সভায় না আসা, সভায় এসে চলে যাওয়া এটা শোভনীয় দেখায় না।

চেয়ারম্যান আরও বলেন, পর্যটকরা আমাদের এলাকায় বেড়াতে আসে। তাদের জন্য সেবার মান বাড়াতে হবে। খাদ্যসামগ্রী থেকে শুরু করে গাড়ি ভাড়া সবকিছু নিয়ন্ত্রণ রাখতে হবে। সরকার স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে। আমরা স্মার্ট রাঙামাটি গড়ে তোলবো। এইজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিক, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তারা সভায় অংশ নেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন