parbattanews

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পাহাড় ধ্বস

Rangamati Pahar dhos pic01 copy

নিজস্ব প্রতিবেদক:

টানা বর্ষণে পাহাড় ধ্বসে পড়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রবিবার সকালে রাঙামাটির সাপছড়ি এলাকায় এঘটনা ঘটে। এসময় সড়কের দু’পাশে দীর্ঘ ১ মাইল জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পরে সাধরাণ যাত্রীরাও।

খবর পেয়ে ঘটনা স্থলে আসে রাঙামাটি ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে সড়কের আংশিক মাটি অপসারণ করতে সক্ষম হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, বর্তমানে সড়কের উপর থেকে মাটির সরানো হচ্ছে। বৃষ্টির জন্য কাজ করতে একটু সমস্যা হলেও সড়ক যোগাযোগ পুণঃরায় চালু হতে একটু সময় লাগবে।

অন্যদিকে জুরাছড়ি উপজেলায় ভূমিধ্বসে ৩টি বসতবাড়ী বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। একই অবস্থা বিলাইছড়ি উপজেলায়ও  দু’দিনের টানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাজারের দোকান পাটে কেনাবেচা অনেকটাই ম্লান হয়ে গেছে। পাহাড় ধসের আতঙ্কে সাধারণ মানুষ।

Exit mobile version