parbattanews

রাঙামাটি জেলা প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত

রাঙামাটিকে রেড জোন ঘোষণা, লাফিয়ে লাফিয়ে করোনা রোগী বৃদ্ধি এবং ও ওমিক্রন মোকাবেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা শহরের তবলছড়ি, রিজার্ভবাজার ও বনরুপার গুরুত্বপুর্ণ পয়েন্টে মাস্ক নিশ্চিতে ও স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ অভিযান পরিচালনা করেছেন। এছাড়া যাত্রীবাহি বাসে মাস্ক পরিধান নিশ্চিত, হোটেলগুলোতে খাবারের সময় করোনার টিকা কার্ড প্রর্দশনসহ সরকারি ১১ দফা বাস্তবায়নে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিচ্ছেন। করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা নিশ্চিতে ও জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এসময় মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে জরিমানা করা হয়।

Exit mobile version