parbattanews

রাঙামাটি পৌরসভায় ইভিএমে চলছে ভোট গ্রহণ

চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভার মধ্যে পার্বত্য জেলা রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) মোট ৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কেন্দ্রগুলোতে সকালে ভোটারদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নির্বাচনে মেয়র পদে প্রার্থী রয়েছেন ৫ জন। এর মধ্যে সরকার দলীয় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে মোবাইল প্রতীকে, জাতীয় পার্টির প্রজেশ চাকমা লাঙ্গল প্রতীকে ও বিপ্লবী ওর্য়াকাস পার্টির আব্দুল মান্নান রানা কোদাল প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাঙামাটি পৌরসভার মোট ভোটার ৬২,৯১৩ জন। এর মধ্যে নারী ২৮৬৭১জন ও পুরুষ ৩৪২৫২ জন।

ভোটকেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে, পুলিশ, বিজিবি এবং র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ, ৯ জন আনসার সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুলিশের ১১টি মোবাইল টিম এবং ১১টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচনে যেকোন পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে। র‌্যাব ও বিজিবি’র সদস্যরাও পুরো শহরে টহল দিচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

Exit mobile version