parbattanews

রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিছিন্ন

ফাইল ছবি

টানা প্রবল বর্ষণের কারণে কর্ণফুলী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চন্দ্রঘোনা-রাইখালী ফেরী পারাপর বন্ধ থাকায় বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। শনিবার (১৩জুলাই) দুপুরে রাঙামাটি সড়ক যোগাযোগ বিভাগ ঝুঁকি এড়াতে ফেরী বন্ধ করে দেয়।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটিতে টানা আটদিন ধরে প্রবল বর্ষণ চলছে। শনিবার দুপুরে হঠাৎ করে কর্ণফুলী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সড়ক বিভাগ ফেরী চলাচল বন্ধ ঘোষণা করে। এতে রাঙামাটি-বান্দরবানের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। ফলে যাত্রী সাধারণ চরম বিপাকে পড়ে এবং তাদের দুর্ভোগ নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন জানান, টানা বর্ষণের কারণে সড়ক বিভাগ ফেরী পারাপার বন্ধ করে দেয়। দুই জেলার বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে মানুষ।

Exit mobile version