parbattanews

রাঙামাটি মগদ্বেশ্বরী মাতৃমন্দিরে দু’দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি শুরু

Rangamati mondir News-23,03,15,mumu

স্টাফ রিপোর্টার:

রাঙামাটি মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি আয়োজন করেছে মন্দির পরিচালনা কমিটি। সোমবার সকালে রাঙামাটির পুরাতন হাসপাতাল এলাকায় মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের কর্মসূচি উদ্বোধন করেন রাঙামাটি-২৯৯ নং আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার।

রাঙামাটি মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের পরিচালনা কমিটির সভাপতি বিজয় রতন দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বাংলাদেশ জাতীয় সাংস্কৃতিক ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মিলন দেব নাথ উপস্থিত ছিলেন।

এদিকে, রাঙামাটি মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে পঞ্চতত্ত্ব, ভোগরাগ, শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাকৃষ্ণের লীলা, স্মরণ কীর্তন, বৈঞ্চব সেবা, মহতী ধর্মসভা, বস্ত্র বিতরণ ও পাল্টা কীর্তন অনুষ্ঠিত হয়।

মন্দির পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, মঙ্গলবার মহানামযজ্ঞের পুর্নাহুতি এবং নগর কীর্তনের মাধ্যমে ২দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শেষ হবে।

Exit mobile version