parbattanews

রাঙামাটি মেডিকেল কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রী ভর্তি হবে

medical-p

রাঙামাটি প্রতিনিধি:
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাঙামাটি মেডিকেল কলেজে এ বছরই ছাত্রছাত্রী ভর্তিসহ কার্যক্রম শুরু করা হবে। চলতি শিক্ষাবর্ষেই রাঙামাটি মেডিকেল কলেজে ছাত্রছাত্রী ভর্তির প্রশাসনিক অনুমোদন মিলেছে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এই নতুন মেডিকেল কলেজটিতে ৫০জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মাহফুজা আকতার স্বাক্ষরিত এক চিঠিতে (স্বারক নং ২৬৬ তাং ১০/৪/১৪ইং) স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকে চলতি শিক্ষাবর্ষেই
শিক্ষার্থী ভর্তি ও যাবতীয় শিক্ষাকার্যক্রম শুরুর পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ হিসেবেই প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্রে আরো জানা যায়, রাঙামাটি মেডিকেল কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে বলা হয়: ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশ ক্রমে রাঙামাটি মেডিকেল কলেজে রাঙামাটিতে ২০১৪-১৫ শিক্ষা বর্ষে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষে ৫০ জন ছাত্র ছাত্রী ভর্তির নিমিত্তে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো।’

জানা গেছে, শুরুতে রাঙামাটি জেনারেল হাসপাতালে শুরু হবে মেডিকেল কলেজের কার্যক্রম। পরে একাডেমিক ভবনসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে।

 

আরও খবর

রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম স্থগিত করার দাবীতে জেএসএস’র বিক্ষোভ

পার্বত্যাঞ্চলে সাধারণ মানুষের উচ্চ শিক্ষার পথ রুদ্ধ করার পাঁয়তারা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় প্রাথমিক শিক্ষা ও বর্ণমালা প্রসঙ্গ

Exit mobile version