parbattanews

রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় রাস্তা বিরোধ নিয়ে সংঘর্ষ, আটক ৪

Public health news pic copy

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় চলাচল রাস্তার বিরোধ নিয়ে ৪জনকে আটক করেছে কোতয়ালী থানার পুলিশ। আটককৃতরা হলেন, কবির হোসেন, রসুল মিয়া, মোক্তার হোসেন ও ইদ্রিস। বুধবার সকালে ঘটনাস্থল থেকে এদেরকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, র্দীঘদিন ধরে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় বাঙালি এবং পাহাড়ি উভয় জনগোষ্ঠী সরকারী খাস জায়গার উপর বসবাস করে আসছে। বেশ কিছুদিন ধরে পাহাড়ি জনগোষ্ঠী তাদের পার্শ্ববর্তী প্রতিবেশীর চলাচলের রাস্তাটি বন্ধ করে বসত-বাড়ি নির্মাণ করতে গেলে পার্শ্ববর্তী বাঙালিরা বাধা দিলে একটি সালিশী বৈঠকে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে নির্মাণ কাজ বন্ধ রাখার কথা থাকলেও প্রশাসনের কোন বাধা না মেনে পুনঃ নির্মাণ কাজ করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ হয়।

রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী জানান, বিগত ২০১১ সালে বিতর্কিত এলাকাটি উচ্ছেদ করার কথা আইনশৃঙ্খলা বৈঠকে আলোচনা হয়। তারপরও ওই এলাকায় জনবসতি গড়ে ওঠে। কিন্তু চলাচলের রাস্তা নিয়ে মতবিরোধ থাকায় পৌর কর্তৃপক্ষ কোন সিদ্ধান্তে আসতে পারেনি। তারপরও কিছুদিন পূর্বে উভয়পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে মৌজা প্রধান ও পাবলিক হেলথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে সমাধানে না আসা পর্যন্ত উভয়পক্ষ বিরত থাকার কথা থাকলেও একটি পক্ষ হামলার সূত্রপাত করে।

এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার এসপি সার্কেল মো. সরোয়ার জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করা হবে। তবে  এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।

Exit mobile version