রাঙামাটি শহরে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ আটক ১৩

viber image228

স্টাফ রিপোর্টার:

রাঙামাটি শহরে জুয়ার আসরে অভিযান চালিয়ে চার রাউণ্ড গুলি ম্যাগজিনসহ ইতালীতে নির্মিত একটি ৭.৬৫ এমএম পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে শহরের বনরূপার কাটাপাহাড় লেইন এলাকায় অভিয়ান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয় বলে বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করেছে।

সূত্র মতে, শনিবার রাতে শহরের কাটাপাহাড় এলাকার এগাত্তর ক্লাবে মদ-জুয়ার আসরে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর একটি দল একটি গুলি ভর্তি একটি ব্যারেটা পিস্তল উদ্ধার করে। এসময় অবৈধ অস্ত্র বহনের দায়ে লিটন মারমা(২৯) ও প্রিয়তম দেওয়ান(৩২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। প্রিয়তম দেওয়ানের পিতার নাম অশোক কুমার দেওয়ান। তার বাড়ি রিজার্ভ রাজারের ১ নং পাথর ঘাটায়। লিটন মার্মার পিতার নাম খিয়াং প্রু মারমা। বাড়ি গর্জনতলীতে।

এসময় জুয়া খেলার অপরাধে আরো ১১ জনকে ঘটনাস্থল থেকে আটক করে যৌ্থবাহিনী। অস্ত্র ও আটককৃতদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পার্বত্যনিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন