parbattanews

রাঙামাটি শহরে টিসিবির পণ্য বিক্রি

সারাদেশের ন্যায় রাঙামাটিতে পরিবার কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি করেছে।

সোমবার (০৪ জুলাই) সকাল থেকে জেলা শহরের ৫টি স্থানে এসব পণ্য বিক্রি করা হয়।

ওইদিন নির্দিষ্ট স্থানগুলোতে স্বল্প আয়ের মানুষেরা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করেছে। টিসিবির এসব পণ্য বিক্রি করতে সহায়তা করেছে রাঙামাটি পৌরসভা।

এদিকে ১নং ওয়ার্ডে ১৪০১ জন, ২ন ওয়ার্ডে ১৬৪৬ জন, ৩নং ওয়ার্ডে ১৩০০ জন, ৪ নং ওয়ার্ডে ১৭৯৫ জন, ৫ নং ওয়ার্ডে ১২০০ জন, ৫নং ওয়ার্ডে ১৩৩৪ জন, ৬ নং ওয়ার্ডে ১৩৩৪ জন , ৭নং ওয়ার্ডে ২৬৯৫ জন, ৮নং ওয়ার্ডে ১৭৮৮ জন, ৯নং ওয়ার্ডে ১৫১৪ জনসহ ৯টি ওয়ার্ডে সর্বমোট ১৪ হাজার ৬৭৩ জন নিম্ন আয়ের মানুষ এসব পণ্য ক্রয় করেছে।

এইবার টিসিবি’র ৪০৫ টাকার মূল্যের প্যাকেজে ছিলো ২লিটার তেল, কেজি মশুরের ডাল এবং ১ কেজি চিনি।

রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন বলেন, রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে সর্বমোট ১৪ হাজারেরও বেশি মানুষের কাছে টিসিবি পণ্য হয়েছে। ঈদুল আযহা উপলক্ষ্যে টিসিবি এসব পণ্য বিক্রি করেছে। ঈদুল ফিতরের আগে টিসিবি পণ্য বিক্রি করবে না।

Exit mobile version