রাঙামাটি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০০বসতি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মসজিদ কলোনী এলাকায়  ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০০বসতি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দু’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

রবিবার (১৩জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিজার্ভ বাজার এলাকার নেজামের টিলার বসতিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন আশপাশের চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এসময় প্রায় ২০০টি বসতি পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহতের খবর পাওযা যায়নি। ফয়ার সার্ভিস, প্রশাসন ও স্থানীয় জনগণ মিলে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন  রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা  এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

রাঙামাটি ফায়ার সার্ভিস’র উপ-পরিচালক দিদারুল আলম জানান- আমরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছি। তবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমান জানা যায়নি বলে তিনি যোগ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আগুন, রাঙামাটি
Facebook Comment

One Reply to “রাঙামাটি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০০বসতি পুড়ে ছাই”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন