রাঙামাটি সদরে অরুণ কান্তি লংগদুতে তোফাজ্জল হোসেন, রাজস্থলীতে উথিনসিন, বিলাইছড়িতে শুভমঙ্গল চাকমা নির্বাচিত

Untitled-2

পার্বত্যনিউজ রিপোর্ট:

ব্যাপক সহিংসতা, ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, অগ্নিসংযোগ, গুলিবষর্ণ, সংঘর্ষের মধ্যদিয়ে রাঙামাটি জেলার ৪ উপজেলায় ৪র্থ উপজেলা নির্বাচনের ৫ম দফা ভোট সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস দুটি, আওয়ামী লীগ একটি এবং বিএনপি একটি আসনে জয়লাভ করেছে। এদিকে নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএসের বিরুদ্ধে জোর করে ভোট কেন্দ্র দখলসহ ব্যাপক অনিয়মের অভিযোগ এনে সরকারী দল আওয়ামী লীগ রাঙামাটি জেলার সদর উপজেলার ৩৬টি কেন্দ্রের ভোটের ফলাফল বাতিল করে পুননির্বাচনের দাবীতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য হরতাল আহ্বান করে। তবে গভীর রাতে জেলা আওয়ামীলীগ হরতাল কর্মসূচী বাতিল ঘোষণা করে মঙ্গলবার জেলা সদরে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। রাঙামাটি জেলার ৪ উপজেলার বেসরকারী নির্বাচনী ফলাফল নিম্নরূপ:

রাঙামাটি সদর                                                                                                                          রাঙামাটি সদরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ( জেএসএস) সমর্থিত প্রার্থী অরুণ কান্তি চাকমা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। জেএসএস) সমর্থিত প্রার্থী অরুণ কান্তি চাকমা ২২ ,১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুবুল বাসেত অপু পেয়েছেন ১২,৩৯৭ ভোট। আরেক চেয়ারম্যান প্রার্থী ক্ষমতাসীন দল আ’লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেন সেলিম পেয়েছে-৭৫৩৫ ভোট।

রাজস্থলী উপজেলা
রাঙামাটির রাজস্থলী উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উথিনসিন মারমা (আনারস) প্রতীক চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ১শত ৫৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেএসএস এর পুলুখই মারমা (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১৭ ভোট।

লংগদু উপজেলা
রাঙামাটির লংগদু উপজেলায় মোঃ তোফাজ্জল হোসেন, বিএনপি সমর্থিত প্রার্থী (আনারস) প্রতীক চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৮শত ৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বিদ্রোহী প্রার্থী হাজী ফয়জুল আজিম  (টেলিফোন) প্রতীক পেয়েছেন ৮ হাজার ৬শত ৭১ ভোট।

বিলাইছড়ি উপজেলা
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত প্রার্থী শুভ মঙ্গল চাকমা (কাপ-পিরিচ) প্রতীক চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৫শত ৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্রার্থী জয়সেন তঞ্চঙ্গ্যা (আনারস) প্রতীক পেয়েছেন ৩ হাজার ২শত ৮৯ ভোট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন