parbattanews

রাঙামাটি সদর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের তাগিদ

রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের তাগিদ দিয়েছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান এসময় এছাড়া সরকারের গৃহীত আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পগুলির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সামগ্রিক পরিবর্তন হচ্ছে কিনা এবিষয়ে নিয়মিত তদারকির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা দিপ্তীময় তালুকদার, অংসুই ছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, প্রিয়নন্দ চাকমা, সবির কুমার চাকমা, ইলিপন চাকমা, প্রবর্তক চাকমা, বিপুল ত্রিপুরা, মোসাম্মৎ আছমা বেগম, মো. আব্দুর রহিম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মো. খোরশেদুল আলম চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version