রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিংকিউ, সম্পাদক কেরল

fec-image

রাঙামাটিতে হেডম্যান এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের আয়োজনে জেলা পরিষদের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিষ রায়। রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়। স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জ্যোর্তিময় চাকমা কেরল।

বেলুন ও পায়না উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর সম্মেলনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত হেডম্যানরা ভূমি জটিলতা সংক্রান্ত নানা সমস্যা অতিথির কাছে তুলে ধরেন এবং এসব সমস্যার পরিত্রাণ চান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি দীপংকর তালুকদার বলেন, রাঙামাটিতে হেডম্যান এসোসিয়েশনের কার্যালয়ের জন্য ২০শতক জায়গা জেলা প্রশাসনের মাধ্যমে দেওয়া হয়েছে। ওই জায়গায় অফিস নির্মাণের কাজ থমকে আছে। জেলা পরিষদের কাছে অনুরোধ আগামী অর্থ বছরে অফিসটি নির্মাণে সহায়তা করবেন।

আলোচনা শেষে হেডম্যানদের মতামতের ভিত্তিতে বর্তমানে কমিটির সভাপতি চিংকিউ রোয়াজাকে সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক জ্যোর্তিময় চাকমা কেরলকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা করেন প্রধান অতিথি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন