parbattanews

রাঙ্গামাটিতে আনারসের বাম্পার ফলন

Pineapple.pic
রাঙ্গামাটি প্রতিনিধি:

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে এবার আনারসের বাম্পার ফলন হয়েছে। আর তার আগাম ফল বাজারে বিক্রি হচ্ছে। রাঙ্গামাটি জেলার ঘিলাছড়ি ,কুতুকছড়ি ,বিলাইছড়ি ,বরকল, সুভলং এ এবার আনারস চাষ করে চাষীরা লাভবান হয়েছে।

জেলার ঘিলাছড়িতে আনারস চাষী আক্তার মিয়া জানান, গত বছরের তুলনায় এ বছর তিনি
আনারস চাষ করে কিছুটা বেশী লাভের মুখ দেখছেন। তিনি বলেন এবার পরিশ্রমের কিছু মুল্য পাব। তাছাড়া এ এলাকার পরিবেশ আনারস চাষে উপযোগী। ইতিমধ্যে বাজারে বাজারে চাষীরা তাদের উৎপন্ন আনারস বিক্রি করছেন। চাষীরা কিছুটা আক্ষেপের সাথে বলে প্রথম প্রথম আমরা একটু ভাল দাম পাই কিন্তু পরে পানির
দামে আনারস বিক্রি করতে হয়।

চাষীরা আরো বলেন, আমরা আনারস উৎপন্ন করি আর ব্যবসায়ীরা তা কিনে জেলার বাহিরে বেশী দামে বিক্রি করে।

Exit mobile version