parbattanews

রাঙ্গামাটিতে কর্মহীন মানুষের পাশে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন

করোনাভাইরাসে মানুষ এখন ঘরবন্দী। ফলে কর্মহীন হয়ে পড়েছে নিন্ম আয় ও খেটে খাওয়া মানুষগুলো। এবার তাদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন।

সোমবার (৪ মে) সকালে রাঙ্গামাটি শহরের গর্জনতলী, তবলছড়ি ও রিজার্ভ বাজারসহ বিভিন্ন এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনটি। এরমধ্যে ছিল, চাল,ডাল ও তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ।

ত্রিপুরা ফাউন্ডেশনের সভাপতি জানান, করোনা পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের গরিব, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা প্রতিকান্তি ত্রিপুরা, প্রাণেশ্বর ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক শ্যামল কান্তি ত্রিপুরাসহ সংগঠনের সদস্যরা।

Exit mobile version