parbattanews

রাঙ্গামাটিতে খেটে খাওয়া মানুষের মাঝে খাবার পৌঁছে দিলেন সেনাবাহিনী

করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের পূর্বের ঘোষণা অনুযায়ী অঘোষিত লকডাউন শুরু হওয়ায় নিন্ম আয় ও খেটে খাওয়া মানুষের কাজ বন্ধ হয়ে আছে। ফলে ঘরবন্দী হয়ে কোন রকম জীবন যাপন করছেন তারা।

এই বিপাকের মধ্যে তাদের জীবিকার তাগিদে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সদস্যরা নিন্ম আয় ও খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন শুকনা খাবার।

শনিবার (২৮ মার্চ) সকালে শহরের ভেদভেদী, বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়িসহ বিভিন্ন এলাকায় এই অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন সেনাবাহিনী।

এর আগে শহরকে পরিবেশ দূষণমুক্ত রাখতে ভেদভেদী হতে শুরু করে রিজার্ভ বাজার ও তবলছড়িসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্লিচিং পাউডারের পানি ছিটায় সেনাবাহিনী।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি রিজিয়নের মেজর (জিটু) মহিউদ্দিন ফারুকী, ২০ বীরের মেজর মোঃ হাবিবুল্লাহ খাঁনসহ সেনা সদস্যরা।

রাঙ্গামাটি রিজিয়নের মেজর (জিটু) মহিউদ্দিন ফারুকী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসাধরণকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসনের সাথে মাঠে কাজ করছেন সেনাবাহিনী। এই পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সব সময় জনসাধারণের পাশে থাকবে বলে তিনি জানান।

Exit mobile version