রাঙ্গামাটিতে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

fec-image

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙ্গামাটি পৌরসভার ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মো. নাসির উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাঙ্গামাটি পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওহাব খাঁন শিবলু’র স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মো. নাসির উদ্দিন আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তিনি বনরুপা এলাকায় বন বিভাগ সড়কে (ফরেস্ট কলোনী কবরস্থানের সামনে) ফুটপাতের বিভিন্ন দোকান থেকে জেলা যুবলীগের বিভিন্ন নেতার নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ চাঁদাবজি করে আসছেন। যা পৌর যুবলীগ’র একাধিক তদন্তে সত্য প্রমাণিত হয়েছে।

তাই নাসির উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। ভবিষ্যতে মো. নাসির উদ্দিনের কোন অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাঙামাটি পৌর শাখা বহন করবে না বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন