parbattanews

রাঙ্গামাটিতে জমে উঠেছে আলফেসানী স্কুল মাঠের বাজার

অবশেষে জমে উঠেছে রাঙামাটি শহরের আলীফেসানী স্কুল মাঠের বাজার। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে বাজারটি জমে উঠতে শুরু করে।

এদিকে সরেজমিনে গেল দেখা যায়, জেলা প্রশাসনের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব রেখে হাট-বাজারটি বসােনো হয়েছে।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে তারা জমজমাট বিক্রি করছে। কোন সমস্যা আপাতত দেখা যাচ্ছে না। ক্রেতাসাধারণও বেশ ভাল ছিলো।

সবজি বিক্রেতা মো. রাজু জানান, সকাল থেকে প্রায় ১০হাজার টাকার মতো বিক্রি করেছি। আশাকরি বাজারটি আরও জমে উঠবে।

আরেক সবজি বিক্রেতা বিজয় দে জানান, প্রথম দিন হিসেবে বেচা-কেনা ভাল হয়েছে। তবে আশা রাখি সামনে আরও ভাল হবে।

প্রসঙ্গত: করোনাকালিন সময়ে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করতে রাঙামাটির বনরূপা কাঁচা বাজার ও কালিন্দীপুর কাঁচাবাজারকে স্থানান্তর করে আলফেসানী উচ্চ বিদ্যালয় মাঠে বসানোর নির্দেশ প্রদান করে জেলা প্রশাসন।

Exit mobile version