রাঙ্গামাটিতে জামায়াত ও বিএনপির উদ্যোগে পৃথক গায়েবানা জানাজা

DSC00988
আলমগীর মানিক,রাঙ্গামাটি:
বিগত কয়েকদিনে সরকারদলীয়দের হাতে ও র‌্যাব-পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীদের উদ্যোশ্যে ১৮ দলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বেলা দুইটার সময় রাঙ্গামাটির দলীয় কার্যালয়ের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে গায়েবানা জানাজায় অংশগ্রহণ করে বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

জানাজায় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জহির আহম্মদ সওদাগর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, জামায়াত নেতা এডভোকেট হারুন, এলডিপি’র জেলা সাংগঠনিক সম্পাদ নুরুল ইসলাম মিন্টু, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদল সভাপতি আবু সাদৎ মোঃ সায়েমসহ বিএনপি ও ১৮দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেয়। জানাজায় ইমামতি করেন, রাঙামাটি জেলা ওলামাদলের সহ-সভাপতি মাওলানা মোঃ ইব্রাহিম। পরে জানাজা শেষে দেশব্যাপী সহিংসঘটনায় নিহত ১৮দলীয় জোটের নেতাকর্মীদের রূহের মাগফেরাত কামনা করে ও বর্তমান সময়ের এই ক্রান্তিলগ্নে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে চলমান আন্দোলনে র‌্যাব ও পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীসহ জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি শহরের ইসলামীক সেন্টারস্থ আল আমিন মাদ্রাসা প্রাঙ্গনে বেলা সাড়ে এগারটার সময় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জামায়াতে ইসলামী রাঙ্গামাটির সাবেক আমীর এএসএম শহীদুল্লাহ ঈমামের দায়িত্ব পালন করেন। এসময় গায়েবানা জানাজায় অংশ নেন জেলা জামায়াতের বর্তমান আমীর অধ্যাপক আব্দুল আলীম,সেক্রেটারি জেনারেল প্রফেসর হাশেমুল হক খন্দকার, জেলা শিবিরের সেক্রেটারি নুর মোহাম্মদ, পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর, এসিসটেন্ট সেক্রেটারি এডভোকেট হারুনুর রশীদ হারুনসহ জামায়াত শিবিরের জেলা-উপজেলার নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়।

এছাড়া রাঙ্গামাটির লংগদু উপজেলা জামায়াতের উদ্যোগে শুক্রবার মাইনীমুখ বাজার জামে মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে নিহতদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়। জানাজায় নামাজের ইমামতি ও দোয়া মুনাজাত পরিচালনা করেন,লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম। এসময় এলাকার শতশত মুসল্লি এতে শরিক হন। জানাজার নামাজ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, লংগদু জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন