parbattanews

রাঙ্গামাটিতে দ্বিতীয় দিনের মতো চলছে ৭২ ঘন্টার হরতাল

Rangamati Horatal 2 Day News-19-06-13 001

আলমগীর মানিক,রাঙামাটি:
প্রস্তাবিত পার্বত্য ভূমি কমিশন সংশোধন আইন বাতিলের দাবীতে রাঙ্গামাটিতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা ৭২ ঘন্টার হরতালের আজ দ্বিতীয়দিন চলছে শান্তিপূর্ণভাবে পিকেটারদের সরব উপস্থিতিতে।

সকাল থেকে হরতাল সমর্থনকারীরা মানিকছড়ি, রাজবাড়ি, বনরুপা, কাঠালতলী, রির্জাভ বাজার ও তবলছড়িতে পিকেটিং করতে দেখাগেছে।

সকালে পার্বত্য ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল পাল ও বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আলমগীরের নেতৃত্বে রিজার্ভ বাজার ও রাজবাড়ীতে হরতালকারীরা প্রধান সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে হরতালকারীদের সরিয়ে দিয়ে আগুন নেভায়।

এদিকে সকালে শহরে হালকা যানবাহন চলাচলের চেষ্টা করা হলেও পিকেটারদের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়।

শহরের অভ্যন্তরীন ও দুরপাল¬ার সড়ক পথে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাতে সামান্যকিছু দোকানপাঠ খোলা হলেও সকাল থেকে কোনো দোকানপাঠ খোলা দেখা যাযনি।

জেলার ছয়টি উপজেলার নৌ পথে কোনো যানবাহন চলাচল করছেনা। আইন শৃংখলা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version