parbattanews

রাঙ্গামাটিতে নৌ পুলিশের কার্যক্রম আরো বাড়ানো হবে- অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে নৌ পুলিশের কার্যক্রম আরো বাড়ানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুবুর রহমান। কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি কাপ্তাই হ্রদে নিরাপত্তা নিয়েও নৌ পুলিশ কাজ করবে বলে জানান তিনি। তিনি বলেন, নৌ পুলিশের লজিস্টিক সাপোর্ট বাড়ানো সহ রাঙ্গামাটি শহরে নিজস্ব কার্যালয় করার কথা বলেন তিনি।

গতকাল রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুবুর রহমান এ কথা বলেন।

এ সময় নৌ পুলিশের এডিশনাল এসপি মোঃ আলী হোসেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক শামসুল আলম, পুলক চক্রবর্তী, নন্দন দেবনাথ, মিল্টন বাহাদুর, হেফাজেতুল বারী সবুজসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ নৌ পুলিশ কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষার জন্য বিগত ৩ মাস কাজ করেছে। এর মধ্যে নৌ পুলিশের সফলতা হিসাবে গত ৩ মাসে ৩৫০০ কেজি কাচা মাছ, শুকনা মাছ ১২৬ কেজি, কারেন্ট জাল ২০ লক্ষ মিটার, সুতার জাল ১০ কক্ষ মিটার, কাঠের নৌকা ৭৫ টি, ইঞ্জিন চালিত নেওকা ৩ টি, বড় জাল ৩ টি, ঠেলা জাল ৬০ টি জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ৯ টি, এর মধ্যে ৩ জনকে কারাদন্ড, ৯ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

Exit mobile version