parbattanews

রাঙ্গামাটিতে পিকনিক বাস উল্টে হেলপারের মৃত্যু

রাঙ্গামাটিতে পিকনিক বাস উল্টে হেলপারের মৃত্যু হয়েছে। এঘটনায় অন্তত আরও ৩৩ জন আহত হয়েছে। শুক্রবার(১২ ফেব্রুয়ারি) সকালে জেলার সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শুক্রবার সকালে ৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী থেকে একটি পিকনিক বাস রাঙ্গামাটির উদ্দেশে যাত্রা করে। বাসটি জেলার সাপছড়ি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসটির হেলপার মারা যান।

তবে নিহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি এবং আহতদের স্থানীয় ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বাসের যাত্রীরা কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন লিমিটেড (কেইপিজেড) টেনডেক্স লিমিটেড নামে একটি চায়না ফার্ণিচার কারখানার কর্মরত রয়েছে বলে জানা যায়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এবং জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা আহতদের দেখতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যান। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version