parbattanews

রাঙ্গামাটিতে প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

রাঙামাটি প্রতিনিধি:

বর্তমান সরকার দেশের প্রতিবন্ধীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ নিয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারের নেয়া পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে চলেছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বুধবার (১৫নভেম্বর) সকালে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিবন্ধীদের প্রাপ্য সকল সুবিধা নিশ্চিত করতে জেলা পরিষদ বদ্ধপরিকর বলে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, প্রতিবন্ধীরা যাতে নিজেদের আত্মকর্মসংস্থান করে নিতে পারে সে লক্ষ্যে জেলা পরিষদ বিভিন্ন প্রশিক্ষণ ও চাকুরী সুবিধা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

ডিজএবিলিটি রাইটস্ ফান্ড এর সহযোগিতায় এবং প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরামের আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরামের সভাপতি যোগ্য মনি ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার ও জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস) এর নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা।

সভায় সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, স্বাস্থ্য বিভাগ প্রতিবন্ধীদের সহজ উপায়ে চিকিৎসাসেবা দিতে কাজ করছে। খুব সহসা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রতিবন্ধীরা যাতে বিশেষ চিকিৎসা সেবা পেতে পারে সেজন্য হাসপাতালে হেল্প ডেক্স খোলা হবে। এতে প্রতিবন্ধীরা আগের চেয়ে অনেক বেশি সুফল ভোগ করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

Exit mobile version