parbattanews

রাঙ্গামাটিতে প্রতিমা ভাংচুর ও দান বাক্সের টাকা চুরি করল দুর্বৃত্তরা

রাঙ্গামাটিতে শ্রী শ্রী মগদেশ্বরী মন্দিরের প্রতিমা ভাংচুর ও দান বাক্সের টাকা চুরি করল দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ মে) রাতে শহরের ফিসারী বাঁধ সংলগ্ন মন্দিরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বুধবার (১৩ মে) সকালে মন্দির কমিটির একজন মন্দির পরিস্কার করতে গেলে মন্দিরের প্রতিমা ও দান বাক্স ভাংচুরসহ বেহাল দশা দেখতে পান। পরে তিনি মন্দির কমিটির সকলকে খবর দিলে সবাই ঘটনাস্থলে এসে উপস্থিত হন।

এ সময় তারা পুলিশকে খবর দিলে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনীও।

রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বাদল কান্তি দে জানান,  করোনাভাইরাসের কারণে সারাদেশে সরকারের সাধারণ ছুটি চলছে। ফলে মানুষ এখন ঘরবন্দী হয়ে পড়েছে। ঠিক তখনি এই সুযোগকে কাজে লাগিয়ে এ হামলা চালিয়েছে।

তিনি আরও জানান, রাঙ্গামাটিতে প্রথমবারের মতো এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ভাংচুরের কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Exit mobile version