parbattanews

রাঙ্গামাটিতে বিএনপি’র বিক্ষোভে পুলিশি বাধা, আহত ৫ নেতাকর্মী


রাঙ্গমাটি প্রতিনিধি:
‘জুলুমবাজ বাকশালী সরকারের মামলা হামলা নির্যাতনের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। তবে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’ বুধবার সকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে রাঙ্গামাটি জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এসময় সমাবেশে বক্তব্যে রাখেন,রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, যুগ্ম সম্পাদক এড. মো. মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসলাম পনির, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধ সরকারের দেয়া প্রহসনের গ্রেফতারী পরোয়ানা সাধারণ মানুষ মেনে নেবে না। সরকার পতনের মাধ্যমে দখলদার সরকারের এসব ঘৃণিত কর্মকান্ডের সমুচিত জবাব দেওয়া হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারে পতন ঘটতে হবে।

সমাবেশের আগে ছাত্রদল ও যুবদল জটিকা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধা অমান্য করলে পুলিশ লাঠি চার্জ করে নেতাকর্মীদের উপর। এতে ৫ জন নেতাকর্মী আহত হয়।

Exit mobile version