parbattanews

রাঙ্গামাটিতে মারা যাওয়া ২ ব্যক্তির করোনা পজেটিভ, আক্রান্ত ৭৮

রাঙ্গামাটিতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই ব্যক্তির করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাঙ্গামাটিতে মারা যাওয়া দুই ব্যক্তিসহ আরও ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাঙ্গামাটি সদরে ৪ জন, কাপ্তাইয়ে ২ জন, কাউখালীতে ১ জন ও বাঘাইছড়িতে ১ জন। এই নিয়ে রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনের।

তিনি আরও জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে মোট নমুনা পাঠানো হয়েছে, ১ হাজার ৩ শত ৭৬জনের। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে, ১ হাজার ১শত ৫২ জনের। এতেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। বাকী রইলো আরও ২২৪ জনের রিপোর্ট। এরমধ্যে সুস্থ হয়েছেন, ৪১ জন এবং আইসোলেশনের রয়েছেন ৩৭ জন।

উল্লেখ্য, শনিবার (০৬ জুন) রাঙ্গামাটি শহরে করোনা উপসর্গ নিয়ে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগে ৩১ মে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে ২৬ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মীর মৃত হয়। নিহতদের নমুনা সংগ্রহ করে সিভাসুতে পাঠানো হলে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

Exit mobile version