parbattanews

রাঙ্গামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা

Untitled-1

স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি:
পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠিকে জুমচাষের বিকল্প হিসেবে কৃষির মূলধারায় নিয়ে আসতে চাষীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পার্বত্য শহর রাঙ্গামাটিতে শুরু হয়েছে তিন দিনের কৃষি মেলা। রাঙ্গামাটি জেলা পরিষদ চেযারম্যান নিখিল কুমার চাকমা বুধবার সকালে মেলার উদ্বোধন করেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এর উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ৩০ টি ষ্টল স্থান পেয়েছে। মেলায় বিভিন্ন কৃষি পণ্যের সমাহার এর পাশাপাশি আগত অতিথিদের কৃষিবিষয়ক বিভিন্ন ধরনের শলা-পরামর্শ দেওয়া হচ্ছে রাঙামাটি কৃষি বিভাগের পক্ষ থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক নরেশ চন্দ্র বাড়ই এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষিবিদ কাজল তালুকদার, কৃষিবিদ সারোয়ারী মেহেদী মোবারক বক্তব্য দেন।

Exit mobile version