রাঙ্গামাটিতে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন

Rangamati Hum Rubela Campain 001

স্টাফ রিপোর্টার :

রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০ টি উপজেলা ও ২ টি পৌরসভার ৯ মাস হতে ১৫ বছরের কম বয়েসী ১ লক্ষ ৮৬ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৩ ফেব্রয়ারি পর্যন্ত  এই টিকাদান কার্যক্রম চলবে। প্রথম ৭ দিন জেলার ১৫০৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকাদান কার্যক্রম চলবে এবং পরবর্তীতে জেলার ১২শত ৩৮ টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রেই সব টিকা প্রদান করা হবে। এম-আর টিকা প্রদানের পাশাপাশি ০ থেকে ৫ বছর বয়েসী  ৮৭ হাজার শিশুকে ২ ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হচ্ছে।

শনিবার সকালে রাঙ্গামাটি শিশু নিকেতন বিদ্যালয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন এর উদ্বোধন করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রুহী বনানী, ডাঃ বিনোদ শেখর চাকমা, শিশু নিকেতনের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, রাঙ্গামাটি প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মদ আলী বক্তব্য রাখেন।

টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় ক্যাম্পেইনের আওতায় প্রতিটি শিশু যাতে টিকা পায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন