parbattanews

রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে ১২০জন: ছাড়পত্র ৫৩ জনের

রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে থাকা ৫৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত ১২০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ।

রবিবার (২৯ মার্চ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।

তিনি জানান, যাদের ১৪ দিন শেষ হয়েছে তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং তাদের শরীরের করোনার কোন উপর্সগ পাওয়া যায়নি ।

ইমিগ্রেশনের তথ্য মতে, গত ১ থেকে ২৯ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে রাঙ্গামাটিতে এসেছেন ২৭৪ জন। এরমধ্যে স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টাইনে রাখতে পেরেছে ১৭৩ জন। তার মধ্যে ৫৩ জনের ১৪ দিন শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ১২০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

Exit mobile version