parbattanews

রাঙ্গামাটিতে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

রাঙ্গামাটিতে এ পর্যন্ত ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা হলেন-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সোমা চাকমা (১৭), শহরের বনরূপা এলাকার আদিত্য চাকমা (২০), শহরের দক্ষিণ কালিন্দাপুর এলাকার তোদিল দেওয়ান (৭), মাতৃমঙ্গল এলাকার মো ইকবাল হোসেন (২৭), টিটিসি’র সৈকত চাকমা (২২) ও জ্ঞান বিকাশ চাকমা (৩৩)।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, রাঙ্গামাটিতে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হলেও এর মধ্যে ৪ জন রোগী সুস্থ হয়ে বাসায় চলে গেছে এবং টিটিসি’র সৈকত চাকমা (২২) ও জ্ঞান বিকাশ চাকমা (৩৩) বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রয়েছে। তবে তারাও তাড়াতাড়ি
সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবে বলে তিনি আশা করেন।

তিনি আরো বলেন, রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রফেসরসহ একটি টিম গঠন করা হয়েছে। ডেঙ্গু
প্রতিরোধে সবসময় মেডিকেল টিমটি প্রস্তুত রয়েছে। যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে তাদের বিনামূল্যে সব পরীক্ষা করা হচ্ছে এবং ডেঙ্গু রোগে আক্রান্ত না হওয়ার জন্য সচেতনমূলক ব্যানার, লিফলেট বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।

এদিকে রোগীরা অভিযোগ করেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আলাদাভাবে কোনো ইউনিট খোলা হয়নি। সাধারণ রোগীদের সাথে দেয়া হচ্ছে তাদের চিকিৎসা সেবা।

Exit mobile version