parbattanews

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু এখন ডুবন্ত সেতু

রাঙামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু এখন ডুবন্ত সেতু। টানা প্রবল ভারী বর্ষণের ফলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সে অবস্থিত মনোরম ঝুলন্ত সেতু।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে সেতুর পাটাতন ডুবে যায়। শনিবার বিকাল নাগাদ প্রায় আড়াই ফুট পানির নিচে তলিয়ে যায় রাঙ্গামাটির ঝুলন্ত সেতুটির পাটাতন। ফলে বন্ধ করে দেয়া হয়েছে পর্যটক প্রবেশ। সেতুটি ডুবে যাওয়ার পর আমরা পর্যটক প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছি। আশা করছি শীঘ্রই হ্রদের পানি কমে যাবে এবং সেতুটি আবারো পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

উল্লেখ্য, সত্তর দশকের দিকে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। পরে পর্যটন কর্পোরেশন পর্যটকদের পারাপারের সুবিধায় দু’টি পাহাড়ের মাঝখানে তৈরি করে রাঙ্গামাটির আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি। এটি বর্তমানে দেশে-বিদেশে আকর্ষণীয় হয়ে ব্যাপক আকারে পরিচিতি পেয়েছে। ঝুলন্ত সেতুর পূর্বদিকে কাপ্তাই লেকের স্বচ্ছ জলরাশিসহ রয়েছে ছোট-বড় নৈসর্গিক সবুজ পাহাড়।

Exit mobile version