parbattanews

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দু’গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত-১

বন্দুকযুদ্ধ
রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িতে দু’সশস্ত্র গ্রুপের বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার জীবতলী নামক দুর্গম পাহাড়ি এলাকাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিহতের নাম শ্যামল চাকমা (৩৫) বলে খবর পাওয়া গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় সূত্রগুলো জানায়, বেলা প্রায় আড়াইটার দিকে ওই এলাকায় পার্বত্য চুক্তির পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়া পরস্পরবিরোধী দুটি সশস্ত্র গ্রুপের সদস্যরা মুখোমুখি হলে উভয়ে বন্দুযুদ্ধে লিপ্ত হয়। থেমে থেমে চলা প্রায় ঘন্টাব্যাপী সংঘষে ঘটনা স্থলেই শ্যামল চাকমা নামে একজন গুলিতে নিহত হয়। তবে নিহত ব্যক্তি কোন গ্রুপের তা তাৎক্ষনিক জানা যায়নি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আজিজুল হক ঘটনারটি সঠিক বলে জানালেও নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে হতাহত কাউকে উদ্ধার করতে পারেনি।

Exit mobile version