parbattanews

রাঙ্গামাটি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ নিমার্ণের জন্য জমি হস্তান্তর

রাঙ্গামাটি প্রতিনিধি:

শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিমার্ণের জন্য জমি হস্তান্তর করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার রিয়াদ মেহমুদ কাছে এ জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফি কামাল, জেলা মৎস্য করর্পোরেশনের কমান্ডার মো. আসাদুজ্জামানসহ সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।

এসময় রিজিয়ন কমান্ডার রিয়াদ মেহমুদ বলেন, রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাঙ্গামাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু রাঙ্গামাটিতে জায়গা না পাওয়ায় খাগড়াছড়িতে করা হয়েছে। অবশেষে রাঙ্গামাটিতে জায়গা পাওয়ায় এখানেও কলেজটি স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিমার্ণের জন্য রাঙ্গামাটিতে সাড়ে ১৩ একর জমি বন্দোবস্ত করা হয়েছে। অতি শীঘ্রই কলেজের নিমার্ণ কাজ শুরু করা হবে।

Exit mobile version