parbattanews

রাঙ্গামাটি-খাগড়াছড়ি শনি ও রোববার সড়কে অবরোধ প্রত্যাহার

অবরোধ প্রত্যাহার

সিনিয়র স্টাফ রিপোর্টার :

রাঙ্গামাটির নানিয়ারচরের বগাছড়িতে পাহাড়ীদের দোকান ও বাড়ীঘরে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার,ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিূরণ প্রদানের দাবিতে ‘ইউপিডিএফ’ সমর্থিত নানিয়ারচর ভূমিরক্ষা কমিটি’র ডাকা লাগাতার অবরোধ দুই দিনের জন্য প্রত্যাহার করা হয়েছে।

নানিয়ারচর ভূমি রক্ষা কমিটির সদস্য সেন্টু চাকমা জানান, অবরোধের কারণে আটকে পড়া মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে শনিবার ও রোববার দুইদিনের জন্য অবরোধ তুলে নেয়া হয়েছে। তবে আগামী সোমবার থেকে আবারো লাগাতার অবরোধ শুরু হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত সোমবার রাতে বগাছড়ি এলাকায় বাঙ্গালীদের আনারস ও সেগুন বাগান কেটে ধ্বংস করে দেয়ার অভিযোগ এনে মঙ্গলবার সকালে স্থানীয় বাঙ্গালী কর্তৃক পাহাড়ীদের বাড়ী ও দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগে মঙ্গলবার থেকেই রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে লাগাতার অবরোধ পালন করে আসছে ইউপিডিএফ সমর্থিত নতুন সংগঠন ‘নানিয়ারচর ভূমি রক্ষা কমিটি’।

Exit mobile version