parbattanews

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাঙামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৩টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

বৃহস্পতিবার (১৫মার্চ) সকালে রাঙ্গাপানি সুখী নীলগঞ্জ হ্যাচারী এলাকায় এ প্রকল্প কাজের উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, উপ-সহকারী প্রকৌশলী উজ্জল কান্তি দেওয়ানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৬কোটি ৬৩লক্ষ টাকা ব্যয়ে কালিন্দীপুর হতে হ্যাচারী সুখী নীলগঞ্জ সড়কে ব্রিজ নির্মাণ, ৮০লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলাধীন হ্যাচারী এলাকায় জেলা পরিষদের কর্মচারী কোয়ার্টার ভবণ নির্মাণ ও ৯৯লক্ষ টাকা ব্যয়ে পরিষদের সদস্যদের জন্য কোয়ার্টার ভবণ নির্মাণ।

এর আগে পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ব্রিজ ও ভবণ নির্মাণের স্থানসমূহ পরিদর্শন করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগতমান ঠিক রেখে দ্রুত প্রকল্প কাজ শেষ করার পরামর্শ দেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

Exit mobile version