parbattanews

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ফটোকপি মেশিন প্রদান

রাঙ্গামাটি, প্রতিনিধি:

ভূমি কমিশন এবং রাঙ্গামাটি জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে ২টি ফটোকপি মেশিন প্রদান করা হয়েছে।

সোমবার (৫মার্চ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের অফিসকক্ষে এ মেশিন প্রদান করা হয়।

ভূমি কমিশনের পক্ষে পরিষদ সদস্য সবির কুমার চাকমা এবং জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের পক্ষে ফটোকপিয়ার মেশিন গ্রহণ করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর।

ফটোকপি মেশিন বিতরণকালে ভূমি কমিশনের সচিব সোয়েব আহমদ খান বলেন, ভূমি কমিশনের কাজের অনেক জটিলতা নিরসন হয়েছে। ভূমি কমিশনের দাপ্তরিক কাজ করতে কমিশনকে বেগ পেতে হতো। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ফটোকপিয়ার মেশিনটি পাওয়ার ফলে কাজের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ছাদেক আহমদ, জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ অন্যান্য কর্মকর্তারা।

Exit mobile version