রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

Pic-14-12-15-2
স্টাফ রিপোর্টার, রাঙামাটি:
রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধী মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান প্রার্থীদের মাঝে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেন।

রাঙ্গামাটি পৌরসভায় এবার নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ মেয়র পদে ৭, তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭ এবং ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী।

মেয়র পদে দলীয় প্রার্থী আওয়ামী লীগের আকবর হোসেন চৌধুরী (নৌকা), বিএনপির সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো (ধানের শীষ) ও জাতীয় পার্টির ডা. শিব প্রসাদ মিশ্র (লাঙ্গল) ছাড়াও জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডা. গঙ্গা মানিক চাকমা (নারকেল গাছ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র মো. হাবিবুর রহমান (জগ), অমর কুমার দে (মোবাইল ফোন) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম রবি (কম্পিউটার) প্রতীক পেয়েছেন।

এদিকে কাউন্সিলর প্রার্থীদের (সরাসরি) মধ্যে প্রতীক পেয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন (ব্রিজ), মো. রমজান আলী (টেবিল ল্যাম্প), মো. হেলাল উদ্দিন (উটপাখী),

২ নম্বর ওয়ার্ডে আবদুল মালেক (উটপাখী), এসএম হামিদ (গাজর), মো. করিম আকবর (টেবিল ল্যাম্প), মো. ইউসুফ চৌধুরী (পাঞ্জাবি), সঞ্চয় ঘোষ রায় (ডালিম),

৩ নম্বর ওয়ার্ডে নেয়াজ আহমেদ (উটপাখী), পুুলক দে (ব্ল্যাকবোর্ড), বিমল বড়ুয়া (টেবিল ল্যাম্প), শাহাদাত হোসেন (পাঞ্জাবি), সন্তোষ ধর (ব্রিজ), সোহেল চাকমা (ডালিম),

৪ নম্বর ওয়ার্ডে আবদুল করিম (পাঞ্জাবি), নুর মো. মজুমদার (উটপাখী), নুরুন্নবী (ডালিম), মো. আবু জাফর (ব্ল্যাকবোর্ড), মো. বেলাল হোসেন (ব্রিজ), মো. মিজানুর রহমান (টেবিল ল্যাম্প),

৫ নম্বর ওয়ার্ডে অজিত দাশ (পাঞ্জাবি), বাচিং মারমা (পানির বোতল), মো. আমীর হামজা (ব্রিজ), মো. আসাদুল হক (উটপাখী), শংকর মুৎসুদ্দী (টেবিল ল্যাম্প),

৬ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহীম (উটপাখী), মো. জালাল সিকদার (পাঞ্জাবি), মো. নুর হোসেন (ব্ল্যাকবোর্ড), রবি মোহন চাকমা (ঢেঢ়শ),

৭ নম্বর ওয়ার্ডে জামাল উদ্দিন (গাজর), দেবানন চাকমা (পানির বোতল), মনসুর আহমদ (পাঞ্জাবি), মো. নাসির হোসেন (ডালিম), মো. মনছুরুল হক-জামায়াত (উটপাখী),

৮ নম্বর ওয়ার্ডে কালায়ন চাকমা (উটপাখী), বিমল বিশ্বাস (ডালিম), ৯ নম্বর ওয়ার্ডে মো. বিল্লাল হোসেন (পাঞ্জাবি), শেখ মো. মতিউর রহমান (ডালিম), সন্তোষ কুমার চাকমা (উটপাখী) এবং

সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সংরক্ষিত ওয়ার্ড-১ আয়েশা বেগম (ভ্যানিটি ব্যাগ), ছালেহা আক্তার (আঙ্গুর), রূপসী দাশ গুপ্ত (কাচি), সংরক্ষিত ওয়ার্ড-২ শ্যামলী ত্রিপুরা (কাচি), সোমা বেগম পুর্ণিমা (পুতুল) ওসংরক্ষিত ওয়ার্ড-৩ জুবাইতুন নাহার (আঙ্গুর), মোহিতা দেওয়ান (হারমনিয়াম)।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন