parbattanews

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। রাঙ্গামাটি শহরে অবস্থিত শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দেড় ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়‘বি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৭৫টি আসনের জন্য এইচ.এস.সি (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে পাশকৃত) ৯৬৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে এবং আজ “বি” ইউনিটের ভর্তি পরীক্ষায় এইচ.এস.সি বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে পাশকৃত ৪২১ জন ভর্তিচ্ছু আবেদনকারীর মধ্যে ২৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য দায়িত্ব পালনকারী সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও সকল প্রত্যবেক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.rmstu.edu.bd) প্রকাশ করা হবে।

Exit mobile version