রাঙ্গুনিয়া পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা

Meior khalil copy

আরিফুল হাসনাত, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

রাঙ্গুনিয়া পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। গত ২৩ জুলাই মঙ্গলবার পৌর মেয়র আলহাজ্ব খলিলুর রহমান পৌর মিলনায়তনে ১৪কোটি ৬ লক্ষ ৯৩ হাজার ৪ শ ৫৬ টাকার এ বাজেট ঘোষনা করেন। প্রতিবারের মত এবারও উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্ধ রাখা হয়েছে। এ খাতে প্রায় সাড়ে ১১কোটি টাকার বরাদ্দ দেওয়ার ঘোষনা করা হয়েছে। এছাড়াও সাধরণ সংস্থাপন, শিক্ষা, স্বাস্থ্য, বৃক্ষরোপন ও পরিচর্যা, খেলাধূলা, সংস্কৃতি ও আরও নানা খাতের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। এ বছর পৌরসভার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে মনঞ্জুরি ধরা হয়েছে ১১ কোটি সাড়ে ১৯ লক্ষ টাকা। বাকি টাকা পৗরসভার ট্যাক্স, রেইটস, ফিস ও অন্যান্য খাত থেকে সংগ্রহ করা হবে।

পৌর সচিব আল হেলালের পরিচালনায় বজেট ঘোষনায় অন্যান্যদের মাঝে অংশগ্রহণ করেন প্যানেল মেয়র জালাল উদ্দিন, আব্দুস সামাদ খান, মঞ্জুরা খাতুন, কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ, নজরুল ইসলাম, মো. সেলিম, জমির হোসেন, কপিল উদ্দিন সিকদার, মো. জসিম উদ্দিন, নাছির উদ্দিন, নাছিমা আক্তার ও রেবা রানী দে। এছাড়াও সাংবাদিক ও পৌরসভার সচেতন জনগনের নানা প্রশ্নের জবাব দেন পৌর মেয়র আলহাজ্ব খলিলুর রহমান। তিনি সবাইকে আশ্বস্ত করেন পৌরসভাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও আধুনিকায়নে আরও নানা ধরনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন