‘লাইফে সবচেয়ে জরুরি হলো ঈমান আর স্ট্রাটেজি'

রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়ার মতো স্ট্যাটাস দিলেন মির্জা ফখরুলের মেয়ে

fec-image

রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়ার মতো এক স্ট্যাটাস দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা তরুণদের উদ্দেশ্য করে বলেছেন, এই ভাই ওই ভাইয়ের পিছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো!’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি আরো উল্লেখ করেন, ‌’১৫ বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে অঙুল ফুলে কলাগাছ হচ্ছে।’

শামারুহ মির্জা তাঁর বাবার জেল জীবনের স্মৃতিচারণ করে লিখেছেন, ‘আমি যখন আমার বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলতো না! শুধু বলতো ছেলেগুলোর কথা, কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ! কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো এই ছেলে গুলো জীবন শেষ করে আন্দোলন করলো, বিয়ে করেনি, অনেকে পড়াশুনা ঠিক করে করেনি! ফেরার সময় আম্মুকে বলতো, কিছু টাকা দিয়ে যেও! সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায়, সেখানে খরচ করতো!’

সুবিধাভোগীদের নিয়ে লিখেছেন, ‘পনেরো বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেইন করবা নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা?’

শামারুহ মির্জা গত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘আজকে কিছু কথা বলি, ভাই ও বোনেরা, তোমরা যারা গত ১৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছ, মার খেয়েছো, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাব! এখন নিজের জীবন নিজের দেশ গড়ার সময়! কে কী করলো, কে কী বললো, না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেয়ো না! এই ভাই ওই ভাইয়ের পিছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো! না, কাউকে মাইর দেয়া তোমার কাজ না! ইউ হ্যাভ ডান ইট এনাফ! গণঅভুত্থানের সরকার নিজেকে সামলাক!’

তিনি সফলতার জন পরামর্শ দিয়ে লেখেন,‘লাইফে সবচেয়ে জরুরি হলো ঈমান আর স্ট্রাটেজি! তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে! তাতেই দলের সবচেয়ে উপকার হবে!’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, বিএনপি মিডিয়া সেল, মির্জা ফখরুল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন