parbattanews

রাজস্থলীতে আইসিডিপির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অধিন রাজস্থলী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের পাড়াকেন্দ্র পরিচালনাকারী ম্যানেজিং কমিটির সভাপতি ও ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাদের নিয়ে দুইদিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালাটি উদ্ভোধন করেন, ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। প্রকল্প সংগঠক উৎপল কান্তি চাকমার সঞ্চালনায় কর্মশালায় জানা যায়, পার্বত্য চট্টগ্রামের তৃণমূল জনগনের মধ্যে শিশু অধিকার সুরক্ষায় অংশগ্রহন মূলক উর্ধ্বমুখী কর্ম পরিকল্পনা প্রনয়ন বিষয় নিয়ে এ কর্মশালার আয়োজন করে।

এ অঞ্চলের শিশুদের অধিকার রক্ষা ও মানবিক মূল্যায়ন বৃদ্ধি, শিশু সুরক্ষার আইন, স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও জনগনের ক্ষমতায়ন বৃদ্ধি করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পাড়াকেন্দ্র পরিচালনার কৌশলসহ বিভিন্ন প্রতিকুলতা বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুইদিনব্যাপী কর্মশালায় সহযোগী হিসেবে ভুমিকা নিচ্ছে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মো. ফোরকান উদ্দিন ও আইসিডিপির উপজেলা প্রকল্প কর্মকর্তা বীর বিক্রম চাকমা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প সংগঠক অরুন আলো চাকমা ও সপ্রভাত প্রতিনিধি চাউচিং মারমা প্রমুখ।

Exit mobile version